Multiple Choice Questions
দেবতাত্মা হিমালয়
Practice Questions with Answers
Total 45 questions available
Q. 1
নীচের শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করো।
হিমালয় -
হিমালয় -
A
হিমা + আলয়B
হিমা + লয়C
হিম + আলয়Click an option to check your answer
Q. 2
নৃপেন্দ্রবাবু লেখককে কী ফরমাশ করেছিলেন?
A
কবিতা লেখারB
যন্ত্র পরীক্ষা করারC
গান গাওয়ারClick an option to check your answer
Q. 3
‘যুগান্তর’ পত্রিকার প্রথম পাতায় কী প্রকাশ পেয়েছিল?
A
কবিতার অংশB
বড়ো গির্জার ছবিC
রবীন্দ্রনাথের রেখাচিত্রClick an option to check your answer
Q. 4
কবি রবীন্দ্রনাথ কোথায় ছিলেন ২৫ বৈশাখের অপরাহ্ণে?
A
বড়ো গির্জার পাশেB
গ্রেহামস হোমC
গৌরিপুর প্রাসাদClick an option to check your answer
Q. 5
নীচের শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করো।
মায়াছন্ন -
মায়াছন্ন -
A
মায়া + চ্ছন্নB
মায়া + আচ্ছন্নC
মায় + আচ্ছন্নClick an option to check your answer
Q. 6
নীচের শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করো।
রথিন্দ্র -
রথিন্দ্র -
A
রথি + ন্দ্রB
রথি + ইন্দ্রC
রথ: + ইন্দ্রClick an option to check your answer
Q. 7
নীচের শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করো।
উন্নতি -
উন্নতি -
A
উন + নতিB
উৎ + নতিC
উন্ন + নতিClick an option to check your answer
Q. 8
নীচের শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করো।
অন্যান্য -
অন্যান্য -
A
অন্য + অন্যB
অন্যা + ন্যC
অন্যা + অন্যClick an option to check your answer
Q. 9
ছদ্মবেশে তিব্বত গিয়ে ভ্রমণবৃত্তান্তের জন্য পরিচিত বাঙালি কে?
A
শরৎচন্দ্র দাসB
অতীশ দীপঙ্করC
রাজা রামমোহন রায়Click an option to check your answer
Q. 10
কালিম্পঙের ল্যান্ডমার্ক হিসেবে কী পরিচিত?
A
ঝুপসি ঘরB
গ্রেহামস হোমC
বড়ো গির্জাClick an option to check your answer
Q. 11
কবি কোথায় বসে কবিতা পাঠ করবেন?
A
গৌরিপুর প্রাসাদB
নিজের ঘরের আসনেC
গ্রেহামস হোমClick an option to check your answer
Q. 12
গ্রেহামস হোমের ছাত্ররা কারা?
A
স্থানীয় কৃষকB
অভিভাবকহীন ছেলেমেয়েC
ব্যবসায়ীClick an option to check your answer
Q. 13
রেনক্ রোড গিয়ে কোন গিরি সংকট পেরিয়ে তিব্বত পৌঁছানো যায়?
A
নাথুলাB
জেলাপ-লাC
গ্রেহামস হোমClick an option to check your answer
Q. 14
তিব্বতে আচার্য বোধিসত্ত্ব উপাধি লাভ করেন কে?
A
শান্ত রক্ষিতB
শরৎচন্দ্র দাসC
অতীশ দীপঙ্করClick an option to check your answer
Q. 15
নীচের শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করো।
সর্বাধিক -
সর্বাধিক -
A
সর্ব + অধিকB
সর্বা + অধিকC
সর্বা + ধিকClick an option to check your answer
Q. 16
ঠাকুরবাড়ি নামে পরিচিত ঘরটি কোথায়?
A
গ্যাংটকB
লাসাC
কালিম্পঙClick an option to check your answer
Q. 17
কাশ্মিরের পূর্ব প্রান্তে ভারত-তিব্বত বাণিজ্যের প্রধান কেন্দ্র কোথায়?
A
লিপু লেকB
তাকলাকোটC
গারটকClick an option to check your answer
Q. 18
কবির কবিতা পাঠের সময় বাইরে কী ছিল?
A
জ্যোৎস্নাB
ঝড়C
বৃষ্টিClick an option to check your answer
Q. 19
কবির গলা ঝাড়ার কারণে কী আশঙ্কা ছিল?
A
রেডিয়ো বন্ধ হয়ে যাবেB
কবিতা বন্ধ হয়ে যাবেC
যন্ত্র বিদীর্ণ হয়ে যাবেClick an option to check your answer
Q. 20
নামচেবাজারের মাধ্যমে কোন দেশ থেকে তিব্বত যাওয়া যায়?
A
বাংলাদেশB
নেপালC
ভুটানClick an option to check your answer
Q. 21
নীচের শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করো।
যুগান্তর -
যুগান্তর -
A
যুগা + অন্তরB
যুগ + অন্তরC
যুগা + ন্তরClick an option to check your answer
Q. 22
কালিম্পঙের উত্তরে যে ব্যবসা প্রধান, তা কী?
A
পশমের ব্যবসাB
ফল ব্যবসাC
ধানচাষClick an option to check your answer
Q. 23
কালিম্পঙ থেকে তিব্বত যাওয়ার সবচেয়ে প্রাচীন পথ কোনটি?
A
গ্যাংটক রোডB
রেনক্ রোডC
নাথুলা রোডClick an option to check your answer
Q. 24
নৃপেন্দ্র মজুমদার ছিলেন কী?
A
চিকিৎসকB
কবিC
বেতার বিশেষজ্ঞClick an option to check your answer
Q. 25
কলকাতা থেকে দিল্লি বিমানে যাওয়ার সময় কতক্ষণ লাগে?
A
৩.৫ ঘণ্টাB
৫ ঘণ্টাC
২ ঘণ্টাClick an option to check your answer
Q. 26
তিব্বতের লাসায় অতীশ দীপঙ্করের মৃত্যু ঘটে কত বছর আগে?
A
৯০০ বছরের কমB
৫০০ বছরের বেশিC
৯০০ বছরের বেশিClick an option to check your answer
Q. 27
নীচের শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করো।
নৃপেন্দ্র -
নৃপেন্দ্র -
A
নৃপ + ইন্দ্রB
নপ + ইন্দ্রC
নৃপে + ন্দ্রClick an option to check your answer
Q. 28
২৫ বৈশাখের সন্ধ্যায় রবীন্দ্রনাথ কোন মাধ্যমে কবিতা পাঠ করেছিলেন?
A
টেলিভিশনেB
বেতারযোগেC
মঞ্চ থেকেClick an option to check your answer
Q. 29
‘যুগান্তর’ পত্রিকার জন্য রবীন্দ্রনাথ কী দিয়েছিলেন?
A
গানB
লেখাC
ছবিClick an option to check your answer
Q. 30
তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্মের নির্মল স্বরূপ প্রচার করেন কোন জ্ঞানঋষি?
A
অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানB
রাজা রামমোহন রায়C
শরৎচন্দ্র দাসClick an option to check your answer
Q. 31
কবিকে পৃথিবীর উচ্চতম শিখরের সাথে তুলনা করা হয়েছে কেন?
A
শারীরিক আকৃতির জন্যB
গৌরবের জন্যC
তাঁর ব্যক্তিত্ব ও কীর্তির জন্যClick an option to check your answer
Q. 32
নীচের শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করো।
অপরাহ্ন -
অপরাহ্ন -
A
অপঃ + অন্হB
অপ + অন্হC
অপঃ + অনClick an option to check your answer
Q. 33
রবীন্দ্রনাথ কোন কাজটি নিজের হাতে করতে চেয়েছিলেন?
A
গান রচনাB
সমগ্র মহাভারত লেখাC
নাটক লেখাClick an option to check your answer
Q. 34
নীচের শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করো।
শয়ন -
শয়ন -
A
শ + অনB
শে + অনC
শ + য়নClick an option to check your answer
Q. 35
কালিম্পঙে ব্যবসায়ীদের উন্নতির নিদর্শন কী?
A
ল্যান্ডমার্কB
ছোট ছোট ঘরC
বড়ো বড়ো অট্টালিকাClick an option to check your answer
Q. 36
নীচের শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করো।
স্বীকারোক্তি -
স্বীকারোক্তি -
A
স্বীকার + উক্তিB
স্বীকার + ক্তিC
স্বীকা+ উক্তিClick an option to check your answer
Q. 37
কবির রেখাচিত্রটি কী দিয়ে তুলনা করা হয়েছে?
A
সূর্যের আলোB
গৌরীশৃঙ্গের মতোC
নদীর ঢেউClick an option to check your answer
Q. 38
নীচের শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করো।
সর্বাপেক্ষা -
সর্বাপেক্ষা -
A
সর্ব + অপেক্ষাB
সর্বা + অপেক্ষাC
সর্বা + পেক্ষাClick an option to check your answer
Q. 39
নীচের শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করো।
শশাঙ্ক -
শশাঙ্ক -
A
শশ + অঙ্কB
শশ : + অঙ্কC
শশা + অঙ্কClick an option to check your answer
Q. 40
নীচের শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করো।
রক্তিমাভা -
রক্তিমাভা -
A
রক্তি + আভাB
রক্তিম + আভাC
রক্তি + মাভাClick an option to check your answer
Q. 41
কবিতার সময় কবির কণ্ঠের উপর কেমন আলো পড়ছিল?
A
ঝড়োB
অন্ধকারC
মায়াচ্ছন্ন ও স্বপ্নময়Click an option to check your answer
Q. 42
নীচের শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করো।
সম্মোধন -
সম্মোধন -
A
সম্মো + বোধনB
সম্মো + ধনC
সম্ + বোধনClick an option to check your answer
Q. 43
আধুনিক ভারতের কুলগুরু কে ছিলেন, যিনি তিব্বত গেছেন?
A
শান্ত রক্ষিতB
রাজা রামমোহন রায়C
শরৎচন্দ্র দাসClick an option to check your answer
Q. 44
কলকাতা-কালিম্পঙের মধ্যে টেলিফোন বন্দোবস্ত করেছিলেন কারা?
A
লেখক প্রবোধকুমার সান্যালB
কলকাতার বেতারকেন্দ্রC
রবীন্দ্রনাথClick an option to check your answer
Q. 45
কালিম্পঙে টেলিফোন না থাকার কারণে কী উদ্বোধন করা হয়েছিল?
A
নতুন রেডিয়ো ব্যবস্থাB
প্রথম টেলিফোন ব্যবস্থাC
নতুন গাড়িClick an option to check your answer
Master this Topic
Complete all questions to strengthen your understanding